জনশ্রুতি মতে, রাজশাহীর পারী আউলিয়া হযরত শাহ মকদুম (র:) এরভাবশিষ্য হযরহর শাহ ফরিদ (র:) ষোড়শ শতাব্দীর প্রথম দিকে পদ্মানদী থেকে কুমিরের পীঠে চড়ে চারঘাট হয়ে বড়াল নদী বেয়ে সারকেল সারি ঘাটে (বর্তমান পারফরিদপুর) এসে থামেন।জায়গাটি তখন গভীর জঙ্গলে পরিপূর্ণছিল। হযরত শাহ ফরিদ (র:) সেখানে আস্তানা গাঁড়েন তাঁর আল্লাহ ভক্তি এবং বিভিন্ন কেরামতি দেখে এলাকায় তাঁর অনেক শিষ্য এবং ভক্তবৃন্দ জুটেযায় এই শাহ ফরিদ (র:) এর নামানুসারের এ এলাকার নামকরণ হয়েছে ফরিদপুর।বর্তমান ফরিদপুর থানা সোজা বড়াল নদীর উত্তর পাড়ে পারফরিদপুর গ্রামেহযরত শাহ ফরিদ (র:) এর মাজার ও একটি প্রাচীণ মসজিদ রয়েছে জানা যায়, হযরত শাহ ফরিদ (র:)এর মৃত্যুর পর ৫/৬ বছর পর্যন্ত কিমিরটি বছরে ২/১ বার বর্তমান মাজার সোজা বড়ালনদীর ঘাটে ভেসে উঠে কিছুক্ষণ থেকে চলে যেত। কিন্তু একদিন এক দুষ্টু শিকারি কুমিরটি লক্ষ্য করে গুলি ছুঁরলে সেই থেকে কুমিরটিকে আর দেখা যায়নি।।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS