Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বনওয়ারীনগর রাজবাড়ী
Location

ফরিদপুর পৌরসভার মধ্যে, ফরিদপুর, পাবনা।

Transportation

পাবনা  শহর থেকে বনওয়ারীনগর ফরিদপুরের দূরুত্ব প্রায় ৪৫ কিলোমিটার। পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে বাস-মিনিবাস এ উপজেলা শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়। থেকে  সি এন জি যোগে পাবনা আঘরিয়া চাটমোহর হয়ে ফরিদপুর আসা যায় ।   এ ছাড়া পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে সি.এন.জি চালিত অটোরিকসায় করে আতাইকুলা সাথিয়া  হইয়েও  দের ঘন্টার মধ্যে এখানে পৌঁছানো যায়। বাঘাবাড়ি-সেলন্দা- নাগডেমড়া হয়ে সিএনজি যোগে আসা  যায় বনওয়ারীনগর রাজবাড়ী।  রাত্রি যাপনের জন্য ফরিদপুর থানার পিছনে থানা পাড়া সংলগ্ন   জেলা পরিষদের ডাক বাংলো রয়েছে। ঢাকা থেকে ঢাকা হাটিকুমরুল মহাসড়ক পথে বাঘাবাড়ী হতে ১৮ কিলোমিটার পশ্চিমে ফরিদপুর উপজেলা। জেলা শহর পাবনা থেকে টেবুনিয়া, আটঘরিয়া, চাটমোহর হয়ে ৫৫ কিলোমিটার সড়ক পথে ফরিদপুর উপজেলা। রেল পথ: ঢাকা কমলাপুর হতে রেল পথে চাটমোহর রেল স্টেশন হতে ২৫ কিলোমিটার পূর্বে এবং ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ রেল স্টেশন থেকে ১২ কিলোমিটার পূর্বে ফরিদপুর উপজেলা। ফরিদপুর উপজেলার যে কোন বাসস্ট্যান্ড হতে রিক্সা ও ভ্যানযোগে (বনওয়ারীনগর বাজার হতে হেঁটে সামান্য পথ। )

Details

বনওয়ীনগর নগর বাজারের সংলগ্ন উত্তর পার্শ্বে বনওয়ারীনগর ঘাট অবস্থিত। এটি একটি ব্যস্ততম নৌ ঘাট। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে অসংখ্যা নৌকা এ ঘাটে আসে। জানা যায় এক সময় গ্রাম অঞ্চলের মানুষের একমাত্র যাতায়াত ব্যবস্থা ছিল নৌযান।