Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হাদল-হাটগ্রাম পিকনিক স্পট
স্থান
হাদল ইউনিয়ন, ফরিদপুর, পাবনা।
বিস্তারিত

১৯৯৬ এর আওয়ামীলীগ সরকারের সময় পাবনা-৩ এলাকার তৎকালীন এমপি বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি ওয়াজি উদিদœ খান বড়বিলার পশ্চিম পাশ দিয়ে ভেড়ামারা-হাদল মাটির রাস্তা তৈরী করেন। রাস্তাটি পাবনা ক্যাডেট কলেজের পাশ দিয়ে পাবনা-ঢাকা মহাসড়কে গিয়ে লেগেছে। পর আওয়ালীগ সরকার আবার ক্ষমতায় এলে এবং আলহাজ্ব মকবুল হোসেনের এমপি হলে রাস্তাটি পাকা করা হয়। এ রাস্তা দিয়ে ফরিদপুর ও ভাঙ্গুড়া থেকে পাবনা যেতে অন্যান্য রাস্তা থেকে প্রায় ১ ঘন্টা সময় কম লাগে। বর্ষার সয় দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার পূর্ব বড়ড়বিল এলাকা থেকে ঢেউ এবং বিশাল জলরাশিকে হাদল-গাটগ্রাম থেকে কক্সবাজারের মতই মনে হ।য় তাই এ স্থানটি গত ৪/৫ বছর ধরে পিকনিট স্পটে পরিণত হয়েছে।