Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কেনাই পাথার
স্থান
পুংগলী ইউনিয়ন, ফরিদপুর, পাবনা।
বিস্তারিত

ফরিদপুর উপজেলার পুঙ্গলী  ইউনিয়নের বিশাল, শাহজাদপুর, উল্লাপাড়া ও ভাঙ্গুড়া উপজেলার কিছু এলাকা নিয়ে কেনাই পাথার অবস্থিত। বর্ষাকালে কয়েক হাজার একর জমিতে এ পাথার বিস্তৃতি হয়।  এ পাথারে কয়েক হাজার প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত, এখনও পাওয়া যায়। এ পাথারে অনেক নৌকা ডুবির ঘটনায় অনেক লোক মারা গেছে। জ্যেষ্ঠ ও আষাঢ় মাসে যখন প্রথম জোয়ারের পানি এ পাথারে ঢুকত তখণ পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, বগুড়া প্রভূতি এলাকার হাজার হাজার বাউত, কুচ, জুতম ও পলো নিয়ে ১০/১২ দিনের জন্য বড় বড় মাছ ধরতে আসত। ৩০ থেকে ৭০ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়ত তখন। শুকনো মওসুমে এ পাথারে কালাই বোনা হয়। তখন বাঘাবাড়ী মিল্কভিটার অধীনে ও ব্যক্তিগত হাজার হাজার গরুর বাথান বসে। দেখতে এক মনোরম দৃশ্য। এ মওসুমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড প্রভৃতি দেশের দুগ্ধ ব্যবসায়ীরাও এখানে আসে।